BREAKING NEWS . আর্থিক তছরূপের দায়ে রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী গ্ৰেপ্তার : পেশ করা হল আদালতে

22nd August 2021 10:57 am বাঁকুড়া
BREAKING NEWS . আর্থিক তছরূপের দায়ে রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী গ্ৰেপ্তার : পেশ করা হল আদালতে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের দীর্ঘদিনের প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বিষ্ণুপুরের রাস্তাঘাটসহ একাধিক কাজের অনিয়ম ছিল এ নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে বছর দুয়েক আগে অভিযোগ জমা পড়ে ওই ঘটনা খতিয়ে দেখার পর বিষ্ণুপুর মহকুমা শাসক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে নিজের বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী কে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল তবে শ্যামাপ্রসাদ মুখার্জী কে সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি জানান আমাকে কোনো নোটিশ করা হয়নি এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না যদিও তিনি ইঙ্গিত করেছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।